কবিতা লেখা
তোফায়েল আহমেদ টুটুল
বাতাসে সুরের ধ্বনি গেঁথে,
শুনিয়ে যাব সবার কানে,
আকাশের বুকে পংক্তি লিখে,
বুঝিয়ে দিব কবিতার মানে।
মাটির পৃষ্টে চিত্র একে,
তরু লতার তুলি হাতে,
রঙধনুর সব রঙ মাখিয়ে,
সাজিয়ে নিব হৃদয় থেকে।
সিন্ধু সেচে মুক্তা এনে,
গড়েছি যতনে ঝিনুক মালা,
প্রেমের শিকল দুটি রাঙা পায়ে,
পায়েলের ঝংকার নুপুর দোলা।
আবেগ অনুভুতি অন্তরে জুড়ে,
হৃদয়ে নব ফাগুনের সঞ্চার,
জীবনের সুর খুঁজে বসন্ত বাহার,
স্বপ্ন আশা দুটি আঁখি নীড়ে।
তোমাকে বলি যত প্রাণের কথা,
লাগেনা ভাল এই নিরবতা,
তবুও থাকে বাকি না বলা কথা,
হৃদয়ে বাড়ে যে আরো ব্যকুলতা।
অচেনা অতিথী তুমি আশালতা,
বুকের গহীনে রচি পান্ডুলিপি,
নয়ন জল যেন কলমের কালি,
ভালবাসার সুখে লিখি কবিতা।