কোথায় খুঁজি বল তারে
কোথায় খুঁজি বল তারে
ডেকেছো কে আমারে
মধুর সুরে মনের ঘরে
কোথায় খুঁজি বল তারে
কোথায় খুঁজি বল তারে


সর্বত্র যে করে বিরজ
কখনো ভাঙ্গেনা তার লাজ ২ বার
আড়ালে সে করে কি কাজ
বসে একা অন্তর জুড়ে ঐ


গোপনে হয় যাওয়া আসা
কখন কাঁদা কখন হাসা ২ বার
বুঝিনা তার নিরব ভাষা
কাছে কিবা থাকে দূরে ঐ


আকার সাকার রুপ সন্ধানে
ছায়া কায়া আমার সনে ২ বার
কেমনে বল নিব চিনে
দেখিনি জীবনে যারে ঐ


বৃথাই খুঁজা দেশ বিদেশে
নিত্য যে রয়েছে পাশে ২বার
টুটুল কাঁদে পাগল বেশে
মানব জীবন ঘোর আঁধারে ঐ