তুমি হইলে না আপন ভাবলে শুধু পর
মানুষ বানাইলা ভবে আজব কারিঘর
তুমি মানুষ বানাইলা ভবে আজব কারিঘর
তুমি হইলে না আপন ভাবলে শুধু পর
মানুষ বানাইলা ভবে আজব কারিঘর
তুমি মানুষ বানাইলা ভবে আজব কারিঘর


সৃষ্টির মাঝে শ্রেষ্ট বলে
দিলে যে সম্মান
ধোকা দিতে চির শত্রু
পাঠালে শয়তান
তুমি পাঠালে শয়তান
চাবি দিয়া দেহ ঘরে
চাবি দিয়া দেহ ঘরে
নাচাইলা অন্তর


ইবাদতে মন বসেনা
লোভ লালসা সদা
কামনা বাসনা যত
সত্য ন্যায়ে বাধা
আমার সত্য ন্যায়ে বাধা
তোমার আমার কি অঙ্গিকার
তোমার আমার কি অঙ্গিকার
চুক্তিতে নাই স্বাক্ষর


যতন করেই সাজাইলা
বিশ্ব ভূবন তোমার
ক্ষুধা তৃষ্ণার জ্বালা বুকে
জীবন যুদ্ধ বাঁচার
ভবে জীবন যুদ্ধ বাঁচার
অভাবে হয় স্ববাব নষ্ট
অভাবে হয় স্ববাব নষ্ট
রাখলে না খবর।


আমলনামা নিত্য লিখে
কেরামুন কাতেবিন
পাপ পূণ্য হিসাব নিকাশ
শেষ বিচারের দিন
হবে শেষ বিচারের দিন
টুটুলের নাই যে সম্বল
টুটুলের নাই যে সম্বল
পাড়ি দিতে হাশর


তুমি হইলে না আপন ভাবলে শুধু পর
মানুষ বানাইলা ভবে আজব কারিঘর
তুমি মানুষ বানাইলা ভবে আজব কারিঘর
তুমি হইলে না আপন ভাবলে শুধু পর
মানুষ বানাইলা ভবে আজব কারিঘর
তুমি মানুষ বানাইলা ভবে আজব কারিঘর