চিনত যদি নিজে মানুষ
পাপী হইতনা
হায় হায়
চিনত যদি নিজে মানুষ
পাপী হইতনা
মানুষ চিনলনা চিনলনা
নিজেকে নিজে মানুষ চিনলনা


কেউ আসিল মিষ্টি মধুর
কথা বলিতে
মিথ্যা কত গল্প দিয়া
স্বার্থ খুঁজিতে
সত্য বলার মত মানুষ
উচিত বিচারে
নম্র ভদ্র বিনয়ী ভাব
আচার ব্যবহারে
অহেতুক কথা বার্তার
যত আয়োজন
তর্ক বিতর্কের ঝগড়া
বাধায় সারাক্ষন


পাওয়ার আশা লাভের নেশা
কত লোভী মন
কর্ম দোষে কাঁদায় মানুষ
আপন প্রিয়জন
দেওয়ার বেলায় বড় কৃপন
কঠিন হিসাব
ভিখারি তাড়াতে বুঝায়
আমারি অভাব
বাড়ি গাড়ি টাকা কড়ি
আছে ধন সম্পদ
গরীব দুঃখী ধনীর কাছে
বড়ই আপদ
চিন্তা ভাবনায় ষোল আনা
অধিক উপার্জন
জোর জুলুম অত্যাচারে
বন্টনে লুন্ঠন
ভাই বোন আত্মীয় স্বজন
অংশীদারী ভাগ
ঠকাইতে ভোগ দখলে
সচেতন সজাগ


তুমি আমি এই জগতে
ভিন্ন দুটি মানুষ
তুমি ভুল আমি সঠিক
খুঁজিবা কার দোষ
তুমি যদি অন্যায় কর
আমি করব কি
সহজ সরল মানুষ ভবে
কে হবে খাঁটি
আদেশ নিষেধ উপদেশে
অভিভাবক তুমি
দোষ ত্রুটির ভুল ধরিতে
ব্যস্ত হলাম আমি
তুমি আমি ভালো মন্দ
বিবেক আদালতে
শক্তি ক্ষমতার দাপট
মর্যাদা বাড়াতে
হুশ জ্ঞান শিক্ষা দীক্ষা
বাঁচতে দুনিয়ায়
টুটুলে কয় নিজকে চিন
মানুষ চিনা দায়