মায়াময় সংসারের মাঝে মজে আছিস মন,
দিন ফুড়ালে সন্ধ্যাবেলা ভাঙ্গবে তোর স্বপন।
দুচোখ মেলে দেখবি কি আর অন্ধকার রাত,
আলোর ভূবন মিছে তখন নেই সঙ্গীর হাত।
একাই পথিক যাত্রাপথে অচীন দেশের পানে,
কেউ নেই আপন প্রিয় স্বজন সামনে পিছনে।


বাড়ি গাড়ি টাকা কড়ি দালান কোঠার চাবি,
মহাজনী মালিকানার থাকবেনা আর দাবী।
সজ্জিত খাট পালঙ্কে সুখ নিদ্রায় নিশিকালে,
জড়িয়ে জীবন আরাম আয়েশে মোহজালে।
সম্পর্কের বাঁধন টুঁটে ছাড়িয়া আত্মীয় স্বজন,
পিতা মাতা সন্তান ফুড়িয়ে গেছে প্রয়োজন।


সুখে দুঃখে প্রতিবেশী নিত্য খোঁজ নিয়েছে,
নিঠুর পাষাণ সকলে দয়া মায়া সব ভুলেছে।
ইহকালের ক্ষুদ্র জীবন পরকালে অনন্তহীন,
বিশ্বাস ভক্তির প্রণয়ে দোসর পাওয়া কঠিন।
লাভবান হিসাব কষে যোগফল শূণ্য শেষে,
কি আশায় সাজানো লোকসান কর্ম দোষে।