হেলা করে বেলা যে যায়
উজান ভাটি ঐ যমুনায়
তরী যদি অতলে ডুবায়
বেলা বয়ে যায়
আমার দিন চলে যায়।।


পারের আশায় খেয়াঘাটে
তরীর মাঝি ভবের হাটে
পরে আছে বিষম সংকটে
অকুল দরিয়ায়
বেলা বয়ে যায়
আমার দিন চলে যায়।।।


মাঝি হইলাম বড় পাজি
কেউ হইলনা চড়তে রাজি
ভাঙ্গা নায়ের মাল্লা সাজি
দিলাম পাল উড়ায়
বেলা বয়ে যায়
আমার দিন চলে যায়।।


যাত্রী হয়ে দিতাম পাড়ি
সঙ্গে নাই পারের কড়ি
হয়না রাজি ঐ কান্ডারী
তুলিতে তার নায়
বেলা বয়ে যায়
আমার দিন চলে যায়।।


বৈঠা হাতে হাল ধরিলাম
ছয়জনাতে দাড় টানালাম
পথ ভুলে বিপথে এলাম
নোঙ্গর করা দায়
বেলা বয়ে যায়
আমার দিন চলে যায়।।


ওরে টুটুল সুধাই তোরে
মাঝি হবার আশা ছেড়ে
যাত্রী হয়ে যাস তুই চড়ে
গন্তব্যে পৌছায়
বেলা বয়ে যায়
আমার দিন চলে যায়।।