চাই দয়াল তোর মেহেরবানী
আমার এই দিন রজণী
দুর করে মনেরি পেরেশানী


বুঝি নাতো কোন কিছু
তবু চলি ভাবের পিছু
চিন্তা করি শুধু মিছু
রচি কত কাহিনী
অন্ধকারে অজানাতে
অন্ধকারে
অন্ধকারে অজানাতে
জ্বালাই জ্ঞানের রৌশনী


চোখে যত সুন্দর লাগে
আনন্দ পাই উপভোগে
সন্ধান করি কোন সুযোগে
শান্তি সুখের আমদানি
শক্তি ক্ষমতার দাপট
শক্তি ক্ষমতার
শক্তি ক্ষমতার দাপট
লুটি ধন সম্পদ খনি


স্বার্থ লোভে কোন স্বভাবে
লাভ ক্ষতি চাই হিসাবে
বোকা মানুষ ধোকায় ভবে
বাঁচার আশায় হয়রানী
ভালো মন্দ কর্ম কান্ডে
ভালো মন্দ
ভালো মন্দ কর্ম কান্ডে
জালিম টুটুল কুরবানি