পাইতাম যদি মনের মানুষ
পাইতাম যদি মনের মানুষ
খুঁজে একজনা
মানুষ পাইলাম না পাইলাম না
জগত খুঁজে মানুষ পাইলাম না


দেখলে যারে অবাক চোখে
পড়েনা পলক
মুগ্ধ হয়ে চেয়ে দেখতাম
রুপের ঝলক
দিবা নিশি বাসতাম ভালো
অতি কাছে পেলে
এই পৃথিবী ভুলে যেতাম
হৃদয় ডানা মেলে
দুর অজানায় উড়াল দিতাম
সঙ্গী করে তারে
মিষ্টি মধুর গান শুনাইতাম
নাচিয়া অন্তরে



বিশ্বাস ভক্তির প্রেম আরতি
হৃদয়ে আমার
সত্য সুন্দর পবিত্র মন
দিতাম উপহার
মনের মাঝে সাজাইয়া
রাজ্য সিংহাসন
ফুলের মালা দিয়া তারে
করিতাম বরণ
ভালোবেসে আদর সোহাগ
করিতাম মায়া
চরণ সেবার দাসী হতাম
নিত্য ছায়া কায়া
জীবন যৌবন উজার করে
সপিয়া দিতাম
স্বপ্ন আশার স্বাদ মিটাইতে
বুকে শুয়াইতাম
হাসি গানে মুখোরিত
রাখতাম সারক্ষন
কোমল হাতের পরশ দিতাম
সুখের শিহরন


হাজার জনের মাঝে আমি
খুঁজি একজন
জীবনের পথ পাড়ি দিতে
আপন প্রিয়জন
আসমানে জমিনে খুঁজি
খুঁজি দিক বিদিক
না পাওয়ার যন্ত্রণা বুকে
বাড়িল অধিক
নগরে বন্দরে ঘুরি
হইয়া দেশান্তর
কোথায় আছে মনের মানুষ
কেউ দেয়না খবর
কানতে কানতে জনম গেল
বনবাসে একা
মরু নদী  পাহাড় পর্বত
বন জঙ্গলে ধোকা
অতৃপ্ত বাসনার আশা
জ্বালাইছে অনল
টুটুলের এই সাধন ভজন
হইয়াছে বিফল