বুকের খাঁচায় যতন করে
ভালোবেসে পুষি যারে
আরে ও বন্ধুরে
মন ভাঙিয়া উড়াল দিলি
আমারে তুই রাইখা গেলি
তোর বিহনে এখন আমার
মন কান্দেরে
আরে ও বন্ধুরে
তোর বিহনে এখন আমার
মন কান্দেরে
মন নিয়া তুই মন না দিয়া
হইলি দেশান্তর
কাইড়া নিলি স্বপ্ন আশা
করলি যাযাবর
বিবর্ণ ভালোবাসাতে জীবন আধারে
আরে ও বন্ধুরে
তোর বিহনে এখন আমার
মন কান্দেরে
মিছে মায়ায় প্রেমের শিকল
বাঁধি অবিরত
তুই বিহনে নিশি দিনে
বুকে বাড়ে ক্ষত
কেমনে বাঁচিব আমি চিতাতে পুড়ে
আরে ও বন্ধুরে
তোর বিহনে এখন আমার
মন কান্দেরে