মন কি যে বলে
চোখে আলো জ্বেলে
দেখে স্বপন সাজায় ভূবন
মিছে মায়ার ছলে

হৃদয় গাঁথে আশা
প্রেম ভালোবাসা
কাটবে জীবনের ঘন কুয়াশা
ভরবে রঙ্গিল ফুলে

ব্যথা সয়না প্রাণে
বেঁচে থাকার মানে
বিরহ গোপনে কাঁদে বাঁধনে
পোড়ে চিতায় জ্বলে

মন কি যে বলে
চোখে আলো জ্বেলে
দেখে স্বপন সাজায় ভূবন
মিছে মায়ার ছলে