আমার প্রতিটি নিঃস্বাস
তোমাকে স্বরণ করে,
এই অন্তরে সমস্ত বিশ্বাস
তোমাকে আঁকড়ে ধরে।
তুমি শক্তি সাহস প্রেরণা,
হাসি কান্না আনন্দ বেদনা।
ধর্ম কর্ম যত মনের বাসনা,
নিত্য আশ্রয়ে তুমি ঠিকানা।


আমার জীবন কুলষিত পাপে,
বাঁচার আশায় এ দুনিয়ার চাপে।
নেশাতে মত্ত মোহ মায়ার রুপে,
জগত সংসার সাজাই চুপে চুপে।
মিলনে বিরহে সংকটে পাশে তুমি,
সর্বোত মঙ্গলে করুণা যাচি আমি।
ধ্যানে জ্ঞানে বিচার বিচক্ষণে তুমি,
পথভ্রষ্ট হতে কভু চাইনা যে আমি।


আমার অপবিত্র হৃদয় মাঝে
তোমাকে করিনি ধারণ,
চিন্তা চেতনায় অস্থির কেবল
তোমার অবধ্য সীমালঙ্গণ।
করিয়াছি শুধু নাফরমানি
ক্ষমার অযোগ্য আমি,
নষ্ট কষ্টে মানব জীবনখানি
মেরামত করে দাও তুমি।