মনের বাগানে মনের বাগানে
মনের বাগানে প্রেমের ফুল ফোটেছে
সেই ফুলের মধু খাইওনা
ভ্রমরারে সেই ফুলের মধু খাইওনা
ফুলেরি ঘ্রাণে ফুলেরি ঘ্রাণে
ফুলেরি ঘ্রাণে ঘুরি মধুর সন্ধানে
ভ্রমরা পাগল দিওয়ানা
সুভাষে ভ্রমরা ভ্রমরা দিওয়ানা


ফুল সুন্দুর পাপড়ি সুন্দর
আরো সুন্দর ফুলের রঙ
সেইনা সুন্দর লাগে অসুন্দর
হুল বিঁধাইতে অলির ঢঙ
ফুলের রেনু সুরে বেনু
কাঁটার আঘাত সর্বনাশ
সেই সর্বনাশ হয় আর্শিবাদ
গন্ধ মাখা মিষ্টি বাতাস
সেই সুন্দুর আর্শিবাদ
দেব ভ্রমরারে ফুলেরি ডাল ভাইঙ্গনা


হরেক রকম ফুলের মালা
শোভা বাড়ায় ফুলদানী
সেই শোভাতে কদর বোঝে
যত্ন নেয় কত খানি
ফুলের মালি রসিক ভমর
আলিঙ্গনে করে ভুল
মধুর নেশা জাগে পিয়াসা
তৃষ্ণা মেটাতে আকুল
সেই পিয়াসা মিটিয়ে
দেব ভ্রমরারে ফুলেরি প্রাণে বাসনা