মনটা আমার প্রজাপতি পাখা মেলে রঙ্গিন,
স্বপ্ন শুধু স্বপ্ন সত্যি কখনো, কখনো মলিন।
মনটা আমার কাঁচের ঘর সাজানো সুন্দর
টুকরো শুধু টুকরো কখনো, কখনো ধূসুর।


মনটা আমার শুভ্র গোলাপ পাঁপড়ি কোমল,
সুভাষ শুধু সুভাষ কখনো, কখনো কাঁটাদল।
মনটা আমার পুষ্প কানন পাখিদের কুজন,
ভ্রমর শুধু ভ্রমর কখনো, কখনো বিরান বন।


মনটা আমার উদাস দুপুর রাখালিয়া বাঁশি,
প্রেম শুধু প্রেম কখনো, কখনো ফোটে হাসি।
মনটা আমার ক্লান্ত বিকাল সুখ শান্তির পবন,
বিরহ শুধু বিরহ কখনো, কখনো চিতার দহন।


মনটা আমার বিভোল পথিক দিশেহারা পথে,
নীড় শুধু নীড় কখনো, কখনো অজানা রথে।
মনটা আমার লাগামহীন ছুঁটছে কেবল একা,
সঙ্গী শুধু সঙ্গী কখনো, কখনো আবার ধোঁকা।


মনটা আমার অবুঝ জানি কাঁদা মাটির দলা,
বিশ্বাস শুধু বিশ্বাস কখনো, কখনো সে খেলা।
মনটা আমার পবিত্র এক নিরাপদ সবার জন্য,
সন্তুষ্টি শুধু সন্তুষ্টি কখনো, কখনো হিসাব শূণ্য।