পাপ করেছি বলে পাব না কি মাফ
আমি জীবনে যা করেছি সব পাপ


প্রথম আমি পাপ করেছি চিন্তা ভাবনা করিয়া
মানব কুলে জন্ম নিয়া পৃথিবীতে আসিয়া
এখন আমি পাপের জন্য করি অনুতাপ


মোহ মায়ার সুন্দর ফাঁদে আনন্দময় ভূবনে
স্বজ্ঞানে সুস্থ মনে কর্ম কান্ড গোপনে
কুপথে সীমালঙ্গনে দিলাম পাপে ঝাপ


যার দয়া করুনাতে বেঁচে থাকার নিঃশ্বাস
অকৃতজ্ঞ বেঈমান টুটুল ভাঙ্গিল বিশ্বাস
অবাধ্য নাফরমান পাপীর বিধির অভিশাপ