নিঠুর বন্ধু পাষান হইয়ারে
গেল ফাঁকি দিয়া
পন্থ পানে চাইয়া থাকিরে
কত আশা নিয়ারে
কাঁদি বন্ধুর পিরিতে


বন্ধুরে.....
নয়ন জলে মালা গেঁথে
ঘুরি পথে পথে
ও রে সঙ্গের সাথী কেউ হলোনা
জীবন মরন সাথেরে


বন্ধুরে.....
সুখের বাসর মিলন মেলা
বাড়ায় বুকে জ্বালা
ও রে চিতার আগুন প্রেমের ফাগুন
দিবানিশি খেলারে


বন্ধুরে.....
হায় মন কাড়িয়া নিয়া গেল
নিয়া গেল হিয়া
প্রেম শিখাইয়া কান্দাইল
হৃদয়ও ভাঙ্গিয়ারে
হৃদয়ও ভাঙ্গিয়া
তুমি যে গিয়াছো বন্ধু
দিয়ে পরাজয়
জানতামনা প্রেম তোমার কাছে
শুধু অভিনয়
টুটুলের জীবন যৌবন ক্ষয়
বন্ধুয়ার শোকেরে