প্রতিটা রাতের শেষেই আসে সোনালী সকাল
পদ্ম ফুটক বা না ফুটক দিঘীর জল মহাকাল।


পথিকের পদচিহ্নে অঙ্কিত পথের শেষ গন্তব্য ঠিকানা,
ভালো মন্দ নিরুপনে সদা জ্ঞানীর চেষ্টা নিজকে চেনা।।


আলো নিভে ঘন আঁধার কাটাতে জ্বালা মনের মশাল,
হাসি খুশি সুখ শান্তি যথা জগতে সকলে কাঙ্গাল।।


সজীব সতেজ নির্মল চিত্ত দয়া মায়ার স্নেহে প্রাণবন্ত,
সত্য সুন্দর পবিত্র অন্তরে ভালোবাসার নিত্য বসন্ত।।