নিদয়া নিষ্ঠুর বন্ধুরে বন্ধু নির্মম কঠিন
আমার উপর চাপাই দিলিরে বন্ধু
শোধিতে কোন ঋণ বন্ধুরে
আমি আছি তোর চির অধীন


জীবন দিলি বাঁচার জন্য পাঠাইয়া ভবে
আমার কি আর সাধ্য আছে পালাইব তবে
কত আশায় চাইছি ভেবে রাত্র দিন


মারবি না কি রাখবি আমায় ইচ্ছা তোর কাছে
আদেশ নিষেধ বিধান দিলি শুধুই মিছে
ভুল ত্রুটি আমার আছে হয়না বিলীন


নির্লজ্জ বেলাজের মত হই অপমানিত
লুটাইয়া সেজদায় পড়ে কান্দি অবিরত
লোকসানের ক্ষতি যত টুটুলের সীমাহীন