যদি ডাক দিয়ে না পাই সাড়া
নিজেই নিজে হই অপমান,
আমি তোমায় ডাকি বলেই
তোমার বুঝি এতো অভিমান।


ভালোবেসে ডাকে যে জন
তুমি যে তার কষ্টের কারণ,
শান্ত্বনায় কেন দাওনি দর্শন
জনম ভরা রইলে গোপন।


চিত্তের বেদন যায়না সহন
দ্রুত গতিশীল অস্থির মন,
স্থিতিশীল নয় শান্ত্বনার পণ
সত্তা জুড়ে চিতার দহণ।


আমার বাড়ি আসবে তুমি
প্রশান্তির হৃদয় কুটিরে,
মিলন মেলার আমন্ত্রণ
ব্যথা বিচ্ছেদের অন্তরে।


সাজিয়ে তোমার মনের মত
সাবধান করলে অবিরত,
কর্ম ব্যবহারে হইলে অসন্তুষ্ট
প্রশংসায় ডাকিলে হইয়া নত।


কি এমন কঠিন ঋণের দায়
চাপালে তুমি মাথার উপর,
আপন ইচ্ছাতে সৃজনে সৃষ্টি
মানব জীবন কেন অসুন্দর?


ডাকার সাধ কভু নাহি মিটে
জোটে যদি শুধু অপমান,
আমার ডাকের হয় অবসান
সাড়া তুমি দিলে বর্তমান।।