কি এমন কষ্ট তোমার বুকের মাঝে জমা আছে,
অনধিকারে তবুও আমি শুনিবারে চাই মিছে।
আমার কি আর সাধ্য হবে দুঃখের ভাগ নিতে
ব্যথা বেদনার মুক্তা দানা অশ্রুগুলি মুছে দিতে।
শান্তণার মধুর বাণী পারেনা কভূ দিতে ভরসা,
শান্তি সুখের আশা বুকে জীবনের বড় হতাশা।


বালুচরে খেলাঘর ক্ষনিকের মানব জীবন,
ভাঙ্গা গড়া সম্পর্কে কপালগুনে জুটে প্রিয়জন।
অনুভুতির দুয়ার খোলে শুভযাত্রা হৃদয় পথে,
স্বার্থলোভী সহযাত্রী লাগাম ধরে বাঁচার রথে।
স্বপ্ন দেখার নয়ন দুটি অত্রুজলে সিক্ত কেবল,
উজান স্রোতে টেনে নিয়ে ডুবিয়ে মারে সাগর তল।


দিদ্ধা দন্ধে হাবু ডুবু পাড়ি দিতে মহাসিন্ধু,
আত্মত্যাগের বিনিময়ে সুখ খুঁজিলাম এক বিন্দু।
কষ্টের পাহাড় দিল চাপা ভেঙ্গে গেছে বুকের পাঁজর,
দিবানিশি জ্বলে আগুন পুড়িয়ে দিতে মনের শহর।
চাওয়া পাওয়ার অতৃপ্ত আশা নিত্য করে রোদন,
অস্থিত্ববিহীন প্রেমে মানুষের নিবিড় বন্ধন।