অভিমানী দয়াল
তোফায়েল আহমেদ টুটুল
বিশ্বাসে তুলেছি দুই হাত পাব বলে শাফায়াত,
অধমের বিণীত মিনতি কবুল কর মোনাজাত।
রহমাতাল্লিল আলামিনে আবেদন এই প্রার্থণা,
ক্ষমিতে অপরাধ যত নিবেদন একান্ত কামনা।
পাপীর অধিকার দিলে চাইতে তোমার করুণা,
হে দয়াল গিরিধারী ফুড়াও শুধু মনের বাসনা।
ঘুমে নাকি জেগে আছ কাকে তুমি কি দিয়াছ,
কার সম্বল কেড়ে নিয়ে গোপনে লুকিয়ে আছ।
কোন নামের গৌরব করি হলে এত অহঙ্কারী,
উপহাস তৃরস্কার যদি কৃপাতে দয়ার ভিখারী।
তুমি যদি না হও সহায় অবুঝেরা বড় অসহায়,
রহমত বরকতের আশায় বল যাবো কোথায়।
দয়ার বদল অভিশাপ এই কি তোমার স্বভাব,
পথভ্রষ্ট জীবনভর সঠিক পরিচালনার অভাব।
আদর সোহাগ দিয়ে পাপ সকল ক্ষমা করে,
আপন প্রিয়জন ভেবে অধিক প্রিয় কর মোরে।
নাম শুনে ভালবেসেছি কেন তবু ডাক শুননা,
হে অভিমানী দয়াল তুমি অনুরাগে মান করনা।