সুরের ভূবন মাতিয়ে তোলতে স্বপ্ন দেখে এক পাখি,
বুকের পাঁজরে বিঁধিল যে তীর মিছে আশা সবি ফাঁকি।
ডানা ঝাপটায় বিঁষের জ্বালায় পৃথিবীর বুকে একা,
নিঠুর নিয়তি বিধির লিপিতে উপহাস দিল সখা।
আসেনি কখনো জীবনে এমন প্রাণের প্রিয় দোসর,
যেখানে যখনি করি বিচরণ হতাশা ঘিরে আসর।
পাখির চাওয়া গাইবে যে গান দিবে মিষ্টি বিনোদন,
শুভেচ্ছা জানাতে স্বাগত পাখিকে কেউ করেনি বরণ।


মায়াবী যাদুর সুরের মূর্ছনা ছড়িয়ে দিক বিদিক,
ঘৃন্য অপবাদে তিরস্কার শুধু পাখিটি পেল অধীক।
আঘাতে আহত চুপচাপ পাখি ব্যথা বেদনায় কাঁদে,
হৃদয় আকাশে শূণ্যতার মাঝে শান্তি সুখে নীড় বাঁধে।
খাঁচার ভিতর শিকল পড়িয়ে শিখায় নতুন বুলি,
স্বাধীনতা খুঁজে পরাধীন পাখি আপনাকে গেল ভুলি।
কি সুন্দর এক গানের সে পাখি মন নিয়া খেলা করে,
গাইল যে ভালো দেখিনি কখনো লুকায়িত কি অন্তরে?