মন পাখি তুই হইলিনা আপন
ও রে পাখিরে পাখি তুই আমার জীবন


হৃদয়ও পিন জরার মাঝে
ছটফট দেখে সকাল সাঝে
আমার মন বসেনা কোন কাজে
ভয় সারাক্ষন


বন জঙ্গলে ঘুরে ফিরে
চোখে চোখে রাখি তোকেরে
আমি পুষিতাম সোহাগ আদরে
করিয়া যতন


শীত বসন্তে ঝাঁকের পাখি
স্বপ্ন আশার রঙ্গে মাখি
কত সুন্দর নামে ডাকি
যখন তখন


কোন দেশে তোর ঠিকানা
বিরহ এই প্রানে সয়না
চলে গেলে দুর অজানা
টুটুলের কান্দন