পাখিরে ও পাখিরে তুই
বুকেরি ভিতর
ভাঙ্গিসনা আর বুকের পাঁজর
ভাঙ্গিসনা অন্তর


সাজানো এক স্বপন ছিল
বুকের ছোট্ট নীড়ে
সেই স্বপন তুই ভাইঙ্গা দিলি
কাল বৈশাখী ঝড়ে
ও তুই ফাঁকি দিয়ে গেলি উড়ে
শূন্যেরি উপর


মন পিঞ্জরায় তোরে পাখি
আদর যত্নে পুষি
তুই বিহনে দিশে হারা
থাকি দিবা নিশি
ওরে বুঝিনা তোর খেয়াল খুশি
আপন কিবা পর


কত মানুষ ভবের হাটে
প্রতিদিন হয় দেখা
চেনা জানা পরিচয় তোর
আমায় দিতে ধোকা
ওরে টুটুলের এই ছটফট একা
বিরহে কাতর