যতটা ভুলে যেতে চায় মন
ততটাই করে স্বরন
ফেলে আসা স্মৃতিগুলো
হারানো অতীত এলোমেলো
করে দিতে চায় জীবন


কে তুমি খুঁজে বেড়াই
মিনতি ভরা আঁখি
স্বাদ মিটেনা হায়
পরান ভরে যত দেখি
পাষান পৃথিবী তোর কাছে দাবী
হয়না কখনো পুরুন


বুকে যদি গেঁথে রাখি
অশ্রু ঝরে নয়নে
চোখে যদি ছবি আঁকি
পুড়ি চিতার দহনে
কাঁদি আড়ালে ইচ্ছে ছায়া তলে
বন্দি যেন সারাক্ষন


বকুল বিছানো পথ ধরে
তুমি গিয়াছো চলে
মায়ার বাঁধন ছিন্ন করে
আমায় একা ফেলে
সেই পথরেখা মিছে আলোর ধোকা
ঠিকানা বিহীন গমন