আমার দিন রজনী
পেরেশানী দয়াল তোমার মেহেরবানী


ও দয়ালরে
ধন রত্নের মালিক তুমি
অভাব অনটনে আমি
ভিখারি হইয়া আইলাম দরবারে
দিও আমায় উজার করে
যত আছে ভান্ডারে
তোমার ধনে হইতাম মহাধনি


ও দয়ালরে
কত কিছু পাওয়ার আশা
মনের মাঝে বাঁধে বাসা
আমার এই করুণ দশা সংসারে
চালান পুঁজির ষোলআনা
মহাজনের কাছে দেনা
গুনার বোঝা মাথায় চিরঋণী


ও দয়ালরে
তোমার ইচ্ছায় আমি অধীন
বাঁচার জীবন মুক্ত স্বাধীন
পরাধীন হইলাম মায়ার বাজারে
আওয়ালে আখেরে মাওলা
তোমার এই লীলা খেলা
টুটুলে হয় প্রেমে কুরবানি