আমার হৃদয় নীড়ে কেন বারে বারে
প্রেমের নিভানো দ্বীপ জ্বালাই
স্বপ্ন আশা যত মনে প্রানে ক্ষত
বিরহ অনলে পুড়ে ছাই


মনের আঙ্গিনাতে অতীতের স্মৃতিগুলো
ভিতরে বাহিরে আমার সুর তোলে বেদনা বিধুর
এই অচীন সুরে কি যে যাদু
দুরে সুদুরে না বহুদুরে যাই
দিক বিদিক খুঁজি
অনুভবে চোখ বুঝি
জীবন মরন বাজি
পাগল দিওয়ানা সাজি
হাসি আনন্দের মিলন মেলাতে
ভালোবাসার স্বাদ সুখের দোলাতে
মিটেনা তৃষিত পিয়াসা


একা একা নিরলে প্রহর গুলো বিফলে
ভাবনার অন্তরালে ভাসি নয়ন জলে
পেখম খোলে মন ময়ুরী মনের কোনে
মম চিত্ত কেন কেঁদে যায় গোপনে
নিত্য আমি উদাস
বিভাগী মনের বিলাস
আপন সে অভিলাস
ভালোবাসার চাষ
নিরাশার বালুচরে ধু ধু মরুভুমি
জীবনের খেলাঘরে দিশেহারা এই আমি
মরন জ্বালা সহেনা


আমার হৃদয় নীড়ে কেন বারে বারে
প্রেমের নিভানো দ্বীপ জ্বালাই
স্বপ্ন আশা যত মনে প্রানে ক্ষথ
বিরহ অনলে পুড়ে ছাই