পুতুল বানাইলি মাওলা
করিতে লীলা খেলা
দুনিয়া সাজাইলি কি সুন্দর
হায়রে আজব কারিগর
বান্দা চায় তোর মোলাকাত
পায়না সে কভু সাক্ষাত
ব্যথায় কাঁদে যে অন্তর
কোনদিন নিলিনা খবর


তোর প্রেমের সমীকরণ
মানুষের জীবন মরণ
অনুপাত সমানুপাত
বেঁচে থাকার হায়াত
মনে জাগে যে আশা
মিটেনা তাই হতাশা
করিলি কঠিন সাবধান
আদেশ নিষেধে বিধান
সমস্যা সারা জীবন ভর


হালাল না হারাম পথে
পাপ পূণ্য হিসাব খাতে
সত্য না মিথ্যা বলে
ভালো না মন্দ চলে
ইচ্ছাতো শান্তি সুখের
দিন রাত বড় দুঃখের
চায় যখন পায়না
বিপদে তোর করুণা
বিশ্বাস ভক্তি তোর উপর