কত দিনের কত স্মৃতিরে বন্ধু
আমার মনে গাঁথা
সেই স্মৃতি দিবা নিশিরে বন্ধু
প্রাণে বাড়ায় ব্যথা বন্ধুরে
ভুলিতে পারিনা তোর কথা


ফল্গুনো দোল পূর্ণিমাতেরে বন্ধু
মধুর মিলন তিথী
প্রেমের নামে শপথ নিলামরে বন্ধু
জীবন মরণ সাথী বন্ধুরে
জীবন মরণ সাথী
এখন সাথীহারা দেশ বিদেশেরে বন্ধু
সাথীহারা দেশ বিদেশেরে বন্ধু
একা বিষন্নতা


চৈত্রমাসের দারুণ খড়ায়রে বন্ধু
বুকের পাঁজর শুকায়
কাল বৈশাখীর ঝড় তুফানরে বন্ধু
মনের প্রেম যমুনায় বন্ধুরে
মনের প্রেম যমুনায়
এখন শ্রবাণধারা জলে ভরারে বন্ধু
শ্রাবণধারা জলে ভরারে বন্ধু
দুচোখের পাতা


ভেবেছিলাম ভুলে যাবোরে বন্ধু
করবনা আর স্বরন
ক্ষমা করিস এই টুটুলরে রে বন্ধু
যদি আসে মরণ বন্ধুরে
যদি আসে মরণ
এখন মরণকালে প্রেম বিরহেরে বন্ধু
মরণকালে প্রেম বিরহেরে বন্ধু
ভাঙ্গবে নিরবতা