ঘুম ভাঙ্গালে প্রাণের কোকিলে
আমার ঘুম ভাঙ্গালে প্রানের কোকিলে
যে ঘুম বিভোর ছিলাম স্বপ্নের কোলে


শীষ দিয়া সে সুরের দোলায়
আনন্দে নেচে বেড়ায়
কলতানে মধুর গানে
আড়ালে মন মাতায়
দিবা নিশি হই উদাসী
কোকিলের কোলাহলে


বড় পাজী মরার কোকিল
খাট পালঙ্ক রাখিয়া
শূণ্যে উড়ে ডিগবাজী খায়
দ্বিদ্ধা দন্দে জাগিয়া
ডানা মেলে বন জঙ্গলে
ঠিকানা পথ ভুলে


ফাগুন বসন্ত মেলায়
কোকিলের পরম সুখ
নীড় হারা দিশেহারা
কপালে চরম দুর্ভোগ
টুটুল অবুঝ কোকিলকে রোজ
বাঁধে মায়া জালে