প্রেম শিখাইয়া মন ভাঙ্গিয়া কোথায় লুকাইছে
বুকের মাঝে সকাল সাজে প্রেমের অনল লাগাইছে
কোথায় লুকাইছে।।।


বিরহ কি প্রাণে সয়
দাউ দাউ করে জ্বলে আগুন
হৃদয় পুড়ে ক্ষয়
মনো বীণা সুর তোলে না জীবন গতি থামাইছে
কোথায় লুকাইছে


ভাঙ্গিলে ছোট্ট অন্তর
মসজিদ মন্দির গীর্জা ভাঙ্গে
ভাঙ্গে কাবা ঘর
স্সৃতির আগুন দিবানিশি কলিজাতে জ্বালাইছে
কোথায় লুকাইছে


কলঙ্কের তিলক চন্দণ
এই কপালে ছিল বুঝি
বিধিরও লিখন
সুখের আশা সর্বনাশা টুটুলের আশা সর্বনাশা
দুঃখ কষ্ট বাড়াইছে
কোথায় লুকাইছে।।।।