মনেতে প্রেম আছে আছে ভালোবাসারে
হেই মনেতে প্রেম আছে আছে ভালোবাসারে
উপহার দিতে এলাম প্রেমিকের বাজারে
মনে মনে যারে চাই জীবনে যদি পাই
বুকের ভেতরে রাখবো সোহাগ আদরে


হৃদয় আমার সাজিয়েছে প্রেমেরি দোকান
লেনা দেনা যত হবে সমানে সমান
ও খরিদ্দারের দাম শুনিয়া বিক্রেতা এই মন
আসল নকল যাচাই করে খুঁজবে প্রিয়জন
কারচুপির ভেজালে যেজন বেখেয়ালে
অবশেষে হারাবি এই খাঁটি সোনারে


ডানে বামে সামনে পিছে ভোক্তা পেরেশান
ভালো লাগা যত বেশি তত মূল্যবান
ও চাহিদার তুলনায় যাদের চালান পুঁজি কম
দেখে দেখে চোখ জুড়াবে কিনতে যাবে দম
সেয়ানা পাগলে ষোলআনা দখলে
সিঁদ কেটে মনের ঘরে ডাকাতি করে