আমি প্রেম পিপাসায় বাঁচার আশায়
একটু সুদা চাই
প্রেম প্রীতি ভালোবাসার
দরদী কেউ নাই
ওরে তৃষিত মন কাঁদে আমার
করে হাহাকার
কেউ শুনেনা ব্যথার এ গান
জগত মাঝার
কে আছে আপন প্রিয়জন
আদর সোহাগ মায়া দিয়া
সাজাতে ভুবন
আমার সুখের স্বপন
মনে প্রানে
মনে প্রানে চায় যারে
তারে কোথায় পাই
প্রেম প্রীতি ভালোবাসার
দরদী কেউ নাই


মন দিয়া যার মন পাইলামনা
পাইলাম অবহেলা
সহেনা পরানে আর বিচ্ছেদ জ্বালা
করে ছল চাতুরি
বিরহ অনলে চিতায়
আমি পুড়ি
অতীত স্মৃতি স্বরি
এত নিঠুর পাষান বন্ধু
আগে জানা নাই


জীবন যৌবন দিলাম সপে
পাইলাম না তার দাম
হাট বাজারে নিলাম উঠে
কলঙ্কের বদনাম
প্রেমের মিটিল না স্বাদ
এত আশার ভালোবাসায়
জীবন বরবাদ
তবু নেই প্রতিবাদ
টুটুলের মহা অপরাধ
ক্ষমা নাহি পাই