যে জন প্রেমিক হতে ঘুরছে প্রেমের সুন্দর ভূবন,
প্রেমের দেশে প্রেমের মানুষ খুজে প্রেমের সুজন।
প্রেম নগরে শান্তি সুখে সাজায় প্রেমের নিকেতন,
প্রেম সাধনায় নিত্য আশায় মনে প্রেমের বৃন্দাবন।


পবিত্র সত্তা প্রেমের পথে প্রবেশ করে হৃদয় দ্বারে,
অমূল্য ধন মানিক রতন সদা প্রেমের হাট বাজারে।
প্রেমের রত্ন মূল্যবান অতি প্রেম বড় কঠিন জিনিস,
হীরা মণি মুক্তা প্রেম বিনিময়ে মন প্রাণ সপে দিস।


প্রেম সাগরে সাতার দিতে ডুবিয়া প্রেমের অতলে,
প্রেম জোয়ার উজান বুকে তৃষ্ণা মিটে ভাটির জলে ।
প্রেমের পোড়া জনম ভরা প্রেমের মরা জিন্দা থাকে,
প্রেমের চিতায় দগ্ধ হলে প্রেমে জীবন অমর রাখে।


প্রেমের রোগে স্বার্থ ত্যগে অন্তরে দিয়ে প্রেমের মলম,
অনন্ত অসীম পৃথিবীতে ইতিহাস রচে প্রেমের কলম।
ধ্যানে জ্ঞানে প্রেম সন্ধানে প্রাণের চেয়ে প্রিয় একজন,
ভক্তি বিশ্বাসে মধুর মিলন স্বার্থক প্রেমের আলিঙ্গন।