তুমি দেথেছো কি তাদের
গিয়েছো কি কখনো তাদের কাছে
বুঝতে পারনি কাদের কথা বলছি
হ্যা আমাদের পূর্ব পুরুষদের কথা বলছি
এই বাড়ি ঘর ধন সম্পত্তির মালিক ছিল যারা
আমরা তাদেরি উত্তরাধিকারী
চলো একবার তাদের পাশে গিয়ে দাড়াই
কোথায় কেমন আছে তারা দেখি


শ্বাশত জীবনের এই চির প্রক্রিয়া
আমরা বরাবরই তাদের অনুসারিত
জন্মসুত্রে নাম যশ সুনাম খ্যাতি
ধনী গরিবের উচু নীচু ভেদাবেদ
শিক্ষা দীক্ষা আচার ব্যবহার
ভালো মন্দ ন্যায় নীতির আদর্শ
সত্য সুন্দর কর্ম কান্ড
তাদের অনুসরনেই রপ্ত করেছি


মিথ্যা অহংকারের দাম্ভিকতা
অন্যায় অত্যাচারে শক্তি ক্ষমতার
দাপট দেখিয়ে রাজ্য পরিচালনা
আঘাত অপমানে কাউকে
তুচ্ছ অবহেলা করে স্বার্থলোভে
আমাদের অনিষ্ট চিন্তা ভাবনা
সবকিছুর অভিজ্ঞতাই
অর্জন করেছি পূর্বপুরুষদের থেকে


ভালো মন্দ চরিত্রের দোষ ত্রুটি
কিংবা প্রশংসার সকল গুনাবলি
দেখে শুনে  তাদের থেকেই পেয়েছি সব
আজ তারা বিভোর ঘুমে মগ্ন
চির নিদ্রায় শায়িত এই মানুষগুলো
কেউ কারো শত্রু নয় বন্ধু নয়
তবুও পাশাপাশি তাদের বসবাস
আপন পর সকলে একসাথে


কে ধনী কে গরীব ভেদাবেদ নেই
নেই কোন মান অহংকারের দাবী
নেই নারী পুরুষের ভেদাবেদ
অনন্তকালের জীবন যেখানে
সেখানে নেই তাদের অতীত
বর্তমান ভবিষত নিয়ে চিন্তা ভাবনা
কামনা বাসনা ইচ্ছাগুলো
প্রবাবিত করে না একে অপরকে


নির্জন অন্ধকারে মাটিতে
বসবাস করা এই মানুষগুলো
একদিন শান্তি সুখের আশায়
কত না অপকর্মে লিপ্ত ছিল
মহত উদার হতে কত না
অক্লান্ত পরিশ্রম করেছিল তারা
অথচ আজ শূণ্য হাতে রিক্ত
জীবন যাপন করছে তারা


বুঝেছো কি এবার তুমি
কিসের বাহাদুরি তোমার
তোমার পরিনতিও তাদেরি মত
তুমিও একদিন নি:স্ব হয়ে
এই পৃথিবী থেকে বিদায় নিবে
তুমি সবসময়ই পূর্বপুরুষদের একজন
রঙ্গিন স্বপ্ন আশাগুলি অন্তরে
কখনো সঙ্গী নয় কবরে ।