তুমি আশার আলো এই জগতে
আমার চোখে আমার চোখে
রাখিও দেখে শান্তি সুখে
শত দুঃখে রাখিও দেখে


তোমার নুরের প্রদীপ জ্বালো
সরিয়ে দাও আধাঁর কালো
সুন্দর পৃথিবীর আলো
সাজায় মেখে সাজায় মেখে
রাখিও দেখে শান্তি সুখে
শত দুঃখে রাখিও দেখে


তোমার রুপের ছড়ালে ঝলক
জীবন খুঁজে পায় মাখলুক
পুলোকিত দ্যুলোক ভুলোক
উঠে জেগে উঠে জেগে
রাখিও দেখে শান্তি সুখে
শত দুঃখে রাখিও দেখে


নিয়ম মেনে আসমান জমিন
ইশারায় হয় রাত্র দিন
চন্দ্র সূর্য ঘুরছে অধীন
আপন কক্ষে আপন কক্ষে
রাখিও দেখে শান্তি সুখে
শত দুঃখে রাখিও দেখে


সহজ সরল সুপথ সন্ধান
ভুল ত্রুটির মান অভিমান
টুটুলের যত পেরেশান
বোবা মুখে বোবা মুখে
রাখিও দেখে শান্তি সুখে
শত দুঃখে রাখিও দেখে