সুখের স্বপন দেখে নয়ন
অশ্রুধারায় ঝরে শ্রাবনরে
আমার কি সুখে যায় দিন রজনী এখনরে
আমার কি সুখে যায় দিন রজনী এখনরে
স্বাদের এই জীবন
মায়ার ভূবন জ্বালায় আগুন
পুড়ায় এই জীবন


শিশুকালে হেসে খেলে
সুখ পাইতাম মায়ের কোলে
আমি শিশুকালে হেসে খেলে
সুখ পাইতাম মায়ের কোলে
রসে ভরা যৌবন কালে বিপথে গমন


যৌবনের এই বাহাদুরি
মানুষের অনিষ্ট করি
আমি যৌবনের এই বাহাদুরি
মানুষের অনিষ্ট করি
হুশ জ্ঞান বিনষ্ট করি অমূল্য রতন


হঠাৎ একদিন বিবেক এসে
ভুল ত্রুটির হিসাব কষে
আমার হঠাৎ একদিন বিবেক এসে
ভুল ত্রুটির হিসাব কষে
হতাশ হলাম অবশেষে ক্ষতির সাধন


ছটফট করে অনুশোচনা
জীবন আমার সফল হলোনা
আমার ছটফট করে অনুশোচনা
জীবন আমার সফল হলোনা
টুটুলের দেনা পাওনা ঋণের ওজন