ও চোখে তাকিয়ে প্রিয়
শরমে যাই মরে ২
কি ব্যথা পুষে রাখি
আমারি অন্তরে।।

কাটেনা নেশার ঘোর
স্বপ্নে থাকি বিভোর ২
আঁখি মেলে হিয়া জ্বলে
অশ্রুর জোয়ারে ঐ

তৃষিত এই হৃদয় কাঁদে
সুখের নীড় বাঁধে ২
অতৃপ্ত বাসনার আশা
মরিচিকা বালুচরে ঐ

তন্দ্রাহারা রজণী কালো
মনের পড়শী এলো ২
প্রভাতী ঊষা জীবন কুয়াশা
বন্দি আমি আঁধারে ঐ

ও চোখে তাকিয়ে প্রিয়
শরমে যাই মরে ২
কি ব্যথা পুষে রাখি
আমারি অন্তরে।।