একটা জীবন একটা মন
একটা স্বপন দেখে নয়ন
তুমি আমার শুধু আমার
তুমি আমার সুখের ভূবন

কথা দাও তুমি থাকবে পাশে
ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে
ও নিঃশ্বাস এদেহে আছে যতদিন
থাকবে প্রাণে মিশে জীবন রঙ্গিন
তুমি আমার শুধু আমার
তুমি আমার প্রিয় জন

বেঁধে রেখোও তুমি সুখে দুঃখে
হাসি কান্নার মাঝে চোখে চোখে।
এ জীবন আমি তোমাকে দিলাম
আমরণ বন্ধনে জড়িয়ে নিলাম
তুমি আমার শুধু আমার
তুমি আমার চির আপন

একটা জীবন একটা মন
একটা স্বপন দেখে নয়ন
তুমি আমার শুধু আমার
তুমি আমার সুখের ভূবন