শুকরিয়া তোমার দরবারে
আমার আল্লারে
শুকরিয়া তোমার দরবারে
এতো সুন্দর বাঁচার ভূবন
সাজানো সংসারে


পৃথিবী দেখিব আমি দুই চোখে আলো
মিঠা নদীর পানি বুকের তৃষ্ণা মেটালো
সকল মানুষ পায় অধিকার
সমান ভোগ করে


পথ চলার শক্তি দিলে হাটি আপন মনে
সবুজ শ্যামল ফসল ভরা সুন্দর জমিনে
তরু লতার ফুলে ফলে
অন্ন যোগাড় করে


হাতের মাঝে মহাশক্তি কাজ কর্ম করে
কত কিছুই গড়ছে মানুষ যত্ন সহকারে
টুটুলের হয় বংশ বিস্তার
মানব জাতির তরে