সময়ের সাথে সাথে বদলে যায়
মানুষের সাথে সম্পর্ক
মিষ্টি মধুর আলাপনে আসে কাছে
দুরত্ব বাড়াতে খুঁজে তর্ক
সরল বিশ্বাসে পবিত্র হৃদয় মাঝে
কে জানে পছন্দ অপছন্দ
কথা কর্ম ব্যবহারের মাঝে হযনা
ভালো লাগাতে তখন দ্বন্দ
কত সময় কত বিরক্ত ইচ্ছা অনিচ্ছা
হয়না কোন হিসাব নিকাশ
মঙ্গল কল্যানে দায়িত্ব কর্তব্য পালনে
অধিকারের দাবীতে বিনাশ


সত্য মিথ্যা ন্যায় অন্যায় শাসন বারনে
ভালো মানুষেরা করেনা ভুল
স্বার্থলোভে শক্তি ক্ষমতার দাপটে শুধু
ছিন্ন করে ফেলে সম্পর্কের মুল
পারেনা কেউ এই জগতে সময় ফিরাতে
মানুষ ফিরাবে কেমন করে
সময়ের মূল্য দিতে জানে না যেজন ভবে
জীবনের হিসাব বুঝে নারে
মানুষের সাথে যদি বন্ধু হতে না পার
শত্রু হওয়ার কি প্রয়োজন
পৃথিবীতে বাঁচার জন্য থেমে থাকেনা
কারো জন্য কারো জীবন


হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় সহজে
পালিয়ে গেলে কি আশায় খুঁজা
অকৃতজ্ঞ বেঈমান নিমকহারামের পরিচয়
কথা কর্ম ব্যবহারে যায় বুঝা
ভালো মানুষেরা ভুল ত্রুটি ক্ষমা করে যখন
সংশোধনে বাড়ায় ধৈর্য্যশক্তি
নিয়মিত পরিচর্যা চাহিদা পূরনের উপকারে
অমানুষেরাই ভাবে বিরক্তি
নীতি আদর্শ চরিত্র স্বভাব মানুষের গুনাবলি
মান মর্যাদার আসন গড়ে
ধোঁকাবাজীর প্রতারনায় সম্পর্কের ফাঁদ পেতে
স্বার্থপর জগতে কেটে পড়ে


কাউকে চেনার জন্য আসিনি পৃথিবীর বুকে
এসেছি নিজের পরিচয় দিতে
পাওয়ার আনন্দ লোভ লালসার শিকার
পেতে চায় শুধু হাত পেতে
জগতে সকলের নাম পরিচয় গুরুজনের দেয়া
যশ খ্যাতির সাফল্য কিন্তু নয়
জ্ঞানের আপন ভান্ডার হতে প্রতিভা বিকাশে
মানুষ করেছে দেখ বিশ্ব জয়
পৃথিবীর বুকে কে কি নিয়ে এসে কি হারিয়ে
কার উপরে দিল অভিযোগ
একা জীবন একাকী আপন আপন ইচ্ছাতে
একবারি আসে সময়ের সুযোগ