সৃষ্টির বিজয় উল্লাসে
মাটির আদমকে অবশেষে
গড়িয়া দিয়েছিলে মর্যাদার শ্রেষ্ট আসন,
নূরের ফেরেস্তা যত
সেজদা করিতে হইল নত
আযাযিলকে দিলে অবজ্ঞা করার ইন্ধন।।


তর্ক করিয়া আযাযিল
সেজদা দিতে হয়নি সামিল
হিংসাত্মক আত্মগৌরবে রইল সে অটল,
ক্রোধানলে উঠে জ্বলে
অভিশপ্ত চির দুশমন বলে
শক্তি ক্ষমতার সমকক্ষে শয়তানের দল।।


বেহেস্তে রাখিয়া আদম
নিষেধ করলা খাইতে গন্ধম
আদেশ অমান্যকারী হইল গুনাহগার,
কি রাখিলা গন্ধম ফুলে
ইবলিসের কুমন্ত্রণায় ভুলে
আদমের এই অপরাধ অযোগ্য ক্ষমার।।


কি সুন্দর কারুকাজে
খেলার পুতুল জগত মাঝে
ধরণীর বুকে সাজিয়েছো মানব বাগান,
ভাল মন্দ কর্মকান্ড
শয়তানের ধোকায় লন্ডভন্ড
হালাল হারাম পাপ পূণ্য করিলে সাবধান।।


স্রষ্টা শয়তান দুইজন
বিরাজিত সর্বদা বিশ্ব ভূবন
সত্য মিথ্যা অনুসন্ধান মানুষের বিশ্বাসে,
বিধানে নাম পরিচয়
মানুষ বেশে করে অভিনয়
গোপন রহস্য ভেদ শ্রেষ্টত্বের দাবী প্রকাশে।।


কঠিন প্রতিশোধ নিতে
হাশর মিযান ও পুলসিরাতে
পুড়াতে জাহান্নামের আগুনে করিবে বিচার,
উদ্ধার করিয়া কাকে
রাখিবে জান্নাতের মহাসুখে
জন্ম মৃত্যু মানব জীবন পৃথিবীতে ইচ্ছা তোমার।।


স্রষ্টার আসনে চিরকাল
ভুল ভ্রান্তি সৃষ্টিতে ভেজাল
মানুষের কি সাধ্য আছে সঠিক পথ অনুসরন,
শয়তানকে দিলে চাবি
মানুষের উপর করলে দাবী
মগ্ন লীলা খেলায় স্রষ্টা শয়তানের আয়োজন।।