অসভ্যতার শহরে রোমান্টিক মনে
শত সহস্রবার ভেঙ্গে পড়া আমাকে
নিজের অজান্তেই চিড়ে খেতে চাই
কার্বন পৃথিবীর বিতর্কিত সমাজকে
যথন উথলে উঠা যৌবনের জোয়ার
উম্মাদ করে তোলে সাঁতার কাঁটতে
আনমনা হয়ে ভুলের স্রোতের টানে
অতলে ডুবে মরি স্বর্গের সুখ পেতে


অশালীন ব্যবহারের সুশীল সমাজে
কত ঘৃন্য জগন্য বর্বর হায়েনার বাস
আমিও চাই সুযোগ আনন্দ উপভোগ
পৃথিবী ধ্বংসের খেলায় চরম সর্বনাশ
যখন কামের নেশা জাগ্রত জানোয়ার
হিংস্র থাবা মেলে শিকার ধরতে চায়
অস্থির আমি জ্ঞান বুদ্ধির শূন্য বিবেক
চরিত্র স্বভাবে কলঙ্ক রচিতে ছুটে যায়


আধুনিক যুগে রুচিশীল মানুষের মাঝে
আমার আচার আচরন বড়ই বেমানান
ফ্যাশনের জৌলুসে নগ্ন শরীর প্রদর্শন
তরুন তরুনীরা সাজায় রঙিন দোকান
যখন অসংযত হয়ে নম্র ভদ্রতার বিনয়
ধৈর্য্যহারা হয়ে বেপরোয়া করে তোলে
চিন্তা চেতনার শক্তি সাহস দুর্বল হয়ে
ব্যর্থতার পরাজয় নতশীরে চরন তলে


আগামী প্রজন্মের সুন্দর তরুন পৃথিবী
পূর্বপুরুষেদের অঙ্গিকার প্রতিষ্টিত সমাজ
হিংসায় আসক্ত উন্নয়নের রীতি নীতিতে
সমাজের পরিচালনায় অসামাজিক কাজ
পরকীয়া প্রেমে লিপ্ত গৃহবধু তরুন আতঙ্কে
মদ গাজার চুরুটে নেশায় তরুন পালঙ্কে
তরুনদের ঘুম পাড়িয়ে রাখছে কেন জাতি
তরুনদের ধ্বংস করে চাইছে দেশের ক্ষতি