আমি এই ভূবনে তোমার সন্ধানে
আসমানে জমিনে খুঁজি
শুনে বিধানে তোমার সন্ধানে
আমি এই ভূবনে তোমার সন্ধানে
মধুর সুরে যত ডাকি
দাও যে শুধু আমায় ফাঁকি
মনের আশা তোমায় দেখি
দুই নয়নে
সৃষ্টি কর্তা পালন কর্তা
দয়ালু মহান
আপন ইচ্ছা মত সাজায়
এই বিশ্ব বাগান
করুণাময় নামের গৌরব
কর্মে কান্ডে একি তান্ডব
রহস্য ভরা এক আজব
খেলে গোপনে
ভক্তি বিশ্বাস সেজদা পুজা
নিত্য উপাসনা
ভুল ত্রুটির সব অপরাধ
পাইতে মার্জনা
কঠিন চালাক মহা জ্ঞানী
তোমার অধীন শাস্ত্রে বাণী
টুটুলের হয় পেরেশানী
ধৈর্য্য বিহনে