ও হে দয়াল রাব্বানা জীবনের সাধনা
সন্ধান করি আমি তোমার ঠিকানা


ও গো তুমি অতি সুন্দর রুপে চির মনোহর
এই বিশ্বচরাচর পরিচালনা
আমার যদি নাও খবর হতে পারি অমর
তোমার অতি প্রিয় আপনজনা


ও গো তোমার খেলার পুতুল হয়েছে ব্যকুল
আকুল করা ভুল জাগে বাসনা
যা কিছু আমার খুশি  কলঙ্কে হয় দোষী
পাপের কারনে তোমার বাড়ে ঘৃণা


ও গো তোমায় আমি ডাকি দেখি না দেখি
তবুও দাও ফাঁকি তুমি শুননা
বিশ্বাস মনে প্রাণে পাবো তোমায় সামনে
ভক্তি সেজদায় করি উপাসনা


ও গো তোমার ইচ্ছা কেমন গড়িলে সুনিপুন
অচল আমার জীবন তোমার নমুনা
নষ্টের যত মেরামত কারিগরের রহমত
টুটুলের বিশ্বাস নয় ধারণা