ইচ্ছে হয়েছে তোর আসিলি কাছে
ইচ্ছে হয়েছে তোর পরামর্শ নিতে
ইচ্ছে হয়েছে তোর কিছু কথা বলার
ইচ্ছে হয়েছে তোর রাখতে গোপন
ইচ্ছে হয়েছে তোর সম্মান দিতে
ইচ্ছে হয়েছে তোর সুযোগ দিতে
ইচ্ছে হয়েছে তোর দোষ ত্রুটি ধরতে
ইচ্ছে হয়েছে তোর আপন করে পেতে


ইচ্ছে হয়েছে তোর আমাকে চেনার
ইচ্ছে হয়েছে তোর অপমান করার
ইচ্ছে হয়েছে তোর কলঙ্ক রচিতে
ইচ্ছে হয়েছে তোর আঘাত করিতে
ইচ্ছে হয়েছে তোর প্রিয় বন্ধু হতে
ইচ্ছে হয়েছে তোর শত্রু ভাবিতে
ইচ্ছে হয়েছে তোর প্রতিশোধ নিতে
ইচ্ছে হয়েছে তোর ক্ষমতা দেখাতে


আমাকে নিয়ে তোর যত ইচ্ছা ছিল জানি
সব ইচ্ছা পুরন করতে সুযোগ দিলাম আমি
শুনেছি তোর সত্য মিথ্যা গল্প কথা কত
মাঝে মধ্যে বাঁধার দেয়াল তোর কারনে
কথা কর্ম ব্যবহার দেখেছি বুঝেছি সব
প্রতিবাদে জয় পরাজয় তোর হিসাব মত
এত ইচ্ছার মাঝে তোর অস্থিরতা শুধু
দ্বিদ্ধা দ্বন্দ মনের মাঝে বিরক্তির অভিনয়


আমার শুধু ইচ্ছা ছিল ভালোবাসি তোকে
তাই শুধু খুজ করেছি তোর প্রয়োজন কি
কিভাবে তোর উপকারে লাগতে পারি আমি
আমার জন্য নেইতো চাওয়া প্রতিদানে কিছু
বীজ রোপনে চারা গজালাম আমার অন্তরে
শিকড় গেথে শক্ত হতে ডাল পালা ছড়িয়ে
হাসি আনন্দে চিন্তামুক্ত বিপদ মুক্ত জীবন
চেয়েছিলাম পৃথিবীতে তোর সুখের কারন