কেউ যদি ভালোবেসে কভু
              তোমাকে দেয় ক্ষুদ্র উপহার
সস্তা ভেবে ভুল করে কখনো
              অর্থের মূল্যে করোনা বিচার।
কেউবা যখন বিপদে তোমার
              সামনে এসে হয়েছে অগ্রসর,
অবিশ্বাসী সম্পর্কের বাঁধনে
                ভেবোনা তখন তাহারে পর।


কেউ যদি ভালোবেসে কভু
                   অন্ন যোগায় ক্ষুধার্ত ভেবে,
অশেষ রহমতে নেক বরকত
                 খোদার নেয়ামত পেলে ভবে।
কেউবা যখন আদর সোহাগে
                খাবার তুলে দেয় আনন্দ সুখে,
ভদ্র সভ্য রুচিশীল নিজে তুমি
                 ভেবোনা কিভাবে তুলবে মুখে।


কেউ যদি ভালোবেসে কভু
                  উপকার করতে বাড়ায় দুহাত,
তুচ্ছ জ্ঞানে অপ্রয়োজনীয় বলে
                 কখনো দিওনা তাকেই আঘাত।
কেউবা যখন দায়িত্বশীল মনে
                    দিতে চাইছে অর্থের যোগান,
বিত্তশীল তুমি নেই কোন অভাব
                   করোনা তাকে চরম অপমান।


কেউ যদি ভালোবেসে কভু
                  দোষ ত্রুটি ধরে করতে শাসন,
মঙ্গল কল্যান নিহিত তোমার
                   ভাবতে পারলে তারে আপন।
শত ব্যস্ততার মাঝেও যেজন
                    ভুলেনি তোমায় নিতে খোঁজ,
কজনার ভাগ্যে সুপ্রসুন্ন এত
                 উপদেশ কুঁড়াতে পারবে রোজ।


কেউ যদি ভালোবেসে কভু
                    সাজাতে চায় তোমার জীবন,
স্বার্থত্যাগে আগলায় যে বুকে
                     সন্দেহ তবুও কিসের কারণ।
কেউবা যখন তোমার মাঝে
                      অধিকার চায় আপন ভেবে,
মিথ্যা কথার অভিনয়ে তুমি
                       শান্তনার ধোঁকা কেন তবে।


এই জগতে কেউ কারো নয়
                          সদা জাগ্রত রাখবে মনে,
মানুষের প্রেম ভালোবাসা শুধু
                         পায়না সবার দোষে গুনে।
আপন ইচ্ছায় ব্যক্তিগতভাবে
                        উদার মনের মানুষ যেজন,
নিজেকে বিলাতেই অকাতরে
                    সুন্দর উপহার চিত্তে বিনোদন।