ভাবের দেশে প্রেমেতে মজিয়া
মাটির মানুষরে
আর কতকাল যাইবেরে ভাবিয়া


রুপ দেখিয়া এই পৃথিবীর
ভুলে গেলি তুই মুসাফির
ও তোর সাধের জীবন
গেল বিফল হইয়া
রাখলি না আর নিজের মান
ক্ষণকালের তুই মেহমান
ও তোরে দাওয়াত করে
কে আনল ডাকিয়া ঐ


ভাবতে ভাবতে জনম গেল
গনার দিন ফুড়াইয়া এলো
ও তোর হিসাব খাতা
দেখনারে মিলাইয়া
উপার্জনের সকল শূন্য
কর্ম কান্ডের পাপ পূণ্য
ও তোর ভাল মন্দ
দেখলিনা ভাবিয়া ঐ


ভাবলি বসে দিবা নিশি
কত পাইলে হবি খুশি
ও তোর পিতা মাতা
পুত্র কন্যা লইয়া
ভাই বন্ধু আত্মীয় মিলে
রয় ভাবনার অন্তরালে
ও তুই ভাবের অতল
গেলিরে ডুবিয়া ঐ


সময় থাকতে না ভাবিলে
সুযোগ পাইয়া ইহকালে
ও তোর ভাবনা কি
পরকালে যাইয়া
দুনিয়ায় যত আমল
আখেরাতে হবে সম্বল
টুটুলের স্বর্গ নরক
পারঘাটাতে যাইয়া ঐ