ভালবেসে দিশেহারা
তোফায়েল আহমেদ টুটুল
কথা তোমার শমশেরের ন্যায় তীক্ষ্ণ ধার,
শ্রবণে শুনি মধুর ধ্বনি নৃত্যের ঝংকার।
দৃষ্টিতে জ্বলে অগ্নিশিখা বিষাক্ত তীর বর্শা,
মায়াবী হরিণীর ন্যায় আঁখিতে প্রেম নেশা।
তোমার পাষাণ হৃদয় পাথরের মত শক্ত,
কঠিন বরফ জমানো বুকের তাজা রক্ত।
তোমার ছায়ার সঙ্গি নিত্য সাথে চলি,
প্রতিটি নি:শ্বাসে আমি ভালবাসি বলি।
রুপেের আগুনে পতঙ্গের ন্যায় পাগল,
ভালবাসার বৃষ্টিতে ভিজে হৃদয় শীতল।
তোমার অস্তিত্বে নিজেকে সপে বিলীন,
স্বপ্ন আশা সাজানো জীবনে তুমি রঙিন।
বেদনার প্রতিদানে সুখের সন্ধান মিলে,
ব্যথা বড় ভাল লাগে তুমি যদি দিলে।
ভালবাসার দূত আমি যত ভাব অপরাধী,
তোমার বুকে চির নিদ্রায় শান্তির সমাধি।
অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা,
তোমার সঙ্গ নিয়ে ভালবেসে দিশেহারা।