তোমারি দরবারে এক একিন করে,
হাত উঠায়ে বসিয়াছি ভক্তির বাসরে,
গাহি তোমার গুনগান অবুঝ অন্তরে,
দাও হে দেখা দয়াল একবার নজরে।


কাঙ্গালের সম্বল মিছে কেন হয় বিফল,
অবিরত আঁখিজলে ডুবি গহীণ অতল,
ধনীর অট্টালিকা সুন্দর সাজানো মহল,
তোমার বসবাস সেথায় আনন্দে দখল।


যে ডাকে নত শিরে বিণয়ে কাতর সুরে,
হেলা করে তাকেই তুমি রাখিলা দুরে,
যেজন তোমায় কভু চিনতে নাহি পারে,
বার বার থাক তুমি কেবল তারি দ্বারে।


আশার বুকে দিলে তুমি নিরাশার ধূলি,
আদেশ নিষেধ ফরমানে কলঙ্কের কালি,
নামের গৌরব তোমার কেমন করে বলি,
করুণার কপাট বন্ধ দিতে চরণে অঞ্জলী।


ওহে দীনবন্ধু তুমিতো জানি দয়ার সিন্ধু,
তৃষ্ণা নিবারণে কৃপাতে দান কর একবিন্দু,
ফুলে ফলে মহীমার সুভাষে ছড়ালে গন্ধ,
আকুল পিপাসায় পান করি সুধার আনন্দ।