কত ভুল করেছি কি যে ভুল করেছি
এত ভুল করেছি তাই মনে সদা ভয়
এত পাপ ক্ষমা না করে যদি দয়াময়
এত পাপ ক্ষমা না করে যদি দয়াময়


ভুল পথে ভুল কাজে ভুল সর্বক্ষণ
পৃথিবীর বুকে সাজাই মানব জীবন
কর্মকান্ড লন্ডভন্ড বিফল এ সাধন
দিনে দিনে ডুবে গেছি পাপের গহণ
মরণের কাছে হবে সব পরাজয়


তিলে তিলে যতনে গড়াইলাম সংসার
টাকা কড়ি জমি জমা আছে ভাগীদার
পিতা মাতা পুত্র কন্যা আপন যে সবার
পরপারে সঙ্গের সাথী কেউ নেই আর
মায়ার বাঁধন সে তো ক্ষণ পরিচয়


কাম ক্রোধ মোহ মাঝে ভোগ বিলাসে
নিত্য সুখের আশায় পাগলের বেশে
লোভী মন সারাক্ষণ না পাওয়ার দেশে
ভাল মন্দ বুঝেনি জ্ঞানের অন্বেশে
সত্য ছাড়িডা খুঁজি মিথ্যার আশ্রয়


কত ভুল করেছি কি যে ভুল করেছি
এত ভুল করেছি তাই মনে সদা ভয়
এত পাপ ক্ষমা না করে যদি দয়াময়
এত পাপ ক্ষমা না করে যদি দয়াময়